
স্টাফ রিপোর্টার : নাটোর জেলা পুলিশের উদ্যোগে ট্রাফিক সেবা সপ্তাহ ২০২৫ অদ্য উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাফিক সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি ডঃ মোঃ শাহজাহান পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার জেলা প্রশাসক আসমা শাহীন এবং নবাব সিরাজউদ্দৌলা কলেজের প্রিন্সিপাল। সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতিমণ্ডল পায়রা ও বেলুন উড়িয়ে ট্রাফিক সেবা সপ্তাহ ২০২৫ এর শুভ সূচনা ঘোষণা করেন। এর পর ছাত্র, শ্রমিক ও সাংবাদিকদের সঙ্গে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলির শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশ, মটর শ্রমিক এবং জনসাধারণের সম্মিলিত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (নাটোর সদর), প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ প্রায় ৭০০ জন অংশগ্রহণ করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin