
মোঃ আশরাফুল ইসলাম : সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল-কে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অনুজা মণ্ডল বলেন কালিগঞ্জে কর্মকাল আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। এই উপজেলার মানুষের আন্তরিকতা ও সহযোগিতামূলক মনোভাব আমাকে মুগ্ধ করেছে। প্রশাসনিক দায়িত্ব পালনে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা প্রশংসনীয়। আমি কালিগঞ্জের মানুষের জন্য হৃদয়ের গভীর থেকে শুভকামনা জানাই। অন্যান্য বক্তারা বলেন ইউএনও অনুজা মণ্ডল অত্যন্ত দক্ষ, সৎ ও মানবিক একজন প্রশাসনিক কর্মকর্তা। তার সময়ে কালিগঞ্জে অনেক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। তিনি একজন উদার প্রশাসক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, সমাজ উন্নয়ন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম সমাজ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ নাজমুল ইসলাম, সিনিঃ সদস্য শেখ লুৎফর রহমান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
নিজস্ব সংবাদ : 




















