
আলী আহসান রবি : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। বুনিয়া সোহেল (৩৫) ২। সানি (২২) ৩। জিহাদ (১৯) ৪। শাকিল (২২) ৫। পারভেজ (২৩) ৬। রনি (৩৯) ৭। শহিদুল ইসলাম (৪০) ৮। আলী হোসেন সানি (২৭) ৯। সাব্বির (১৮) ১০। সুমন (২৩) ১১। সাব্বির (২১) ১২। রমজান (২৩) ও ১৩। আতিকা (১৯)।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (০১ ডিসেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব সংবাদ : 



















