
পিরোজপুর, ২ ডিসেম্বর ২০২৫— পিরোজপুর জেলা পুলিশের এক গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক পর্ব অনুষ্ঠিত হয়েছে আজ। জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী তাঁর কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তা মোঃ বিল্লাল-কে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান করেন।
পদোন্নতির এই মুহূর্তে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আবদুল আউয়াল।
অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও অনুপ্রেরণামূলক, যেখানে নতুন দায়িত্বে কর্মকর্তাকে উৎসাহ ও শুভেচ্ছা জানানো হয়।
পুলিশের দায়িত্ব পালনে নিষ্ঠা, কর্মদক্ষতা ও সততার স্বীকৃতি হিসেবেই এই পদোন্নতি প্রদান করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। জেলা পুলিশের মতে, এই পদোন্নতি ভবিষ্যতে অন্যান্য সদস্যদেরও দায়িত্ব ও শৃঙ্খলার সাথে কাজ করতে উৎসাহিত করবে।
জেলা পুলিশ প্রশাসন আশা করছে—নতুন দায়িত্বে এসআই মোঃ বিল্লাল পেশাদারিত্ব, আন্তরিকতা ও সেবার মান বজায় রেখে জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় আরও অবদান রাখবেন।
নিজস্ব সংবাদ : 


















