
নরসিংদী, ২ ডিসেম্বর ২০২৫— নরসিংদী জেলা পুলিশের এক সফল অভিযানে শীর্ষ সন্ত্রাসী মাসুদ মিয়া গ্রেফতার হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে পলাশ থানার উপ-পরিদর্শক শামসুল আলম এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানটি পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামে পরিচালিত হয়। অভিযানের সময় মাসুদ মিয়ার কাছ থেকে পুলিশ উদ্ধার করে:
-
৫ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি
-
১২০ পিস ইয়াবা ট্যাবলেট
-
নগদ ৫০ হাজার টাকা
গ্রেফতারকৃত মাসুদ মিয়া গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের সাফির উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে পলাশ থানায় অস্ত্র আইনে ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
পলাশ থানা পুলিশের কর্মকর্তারা জানাচ্ছেন, এই অভিযান জেলার নিরাপত্তা ও শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুলিশ বলেছে, গ্রেফতারকৃত ব্যক্তির সহপাঠী বা সহযোগীদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব সংবাদ : 



















