
সাথিয়া, পাবনা, ২ ডিসেম্বর ২০২৫ — নবাগত জেলা পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ, পাবনা মহোদয় আজ আকস্মিকভাবে সাথিয়া থানা পরিদর্শন করেছেন। তিনি কর্মকর্তা ও ফোর্সদের প্রতি জনগণকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে প্রত্যাশিত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
থানার ডিউটি অফিসারের কক্ষ, ব্যারাক ও কম্পাউন্ড ঘুরে দেখার পর পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি নির্দেশ দেন, নিজেদের ও সরকারি মালামালের নিরাপত্তা বিধানে সচেষ্ট থাকা এবং জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ তৎপরতা প্রদর্শন করতে হবে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) জনাব মোঃ লাবিব আব্দুল্লাহ, অফিসার ইনচার্জ সাথিয়া থানা এবং সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ।
পুলিশ সুপার বলেন, জনগণের প্রতি দায়িত্বশীল আচরণ, নিয়মিত প্রটোকল মেনে কাজ করা এবং পেশাগত সততা বজায় রাখা জেলা পুলিশের মূল লক্ষ্য।
নিজস্ব সংবাদ : 



















