হাফিজুর রহমান শিমুলঃ গ্রাম পুলিশদের আরও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। গ্রামীণ জনপদে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও সক্রিয় হবার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেছেন, বর্তমানে ছোট বড় চুরি মত অপরাধ বেশি সংঘটিত হয়। এসব ঘটনা গ্রামেই বেশি হয়ে থাকে। বিশেষ করে গ্রামগঞ্জে চেতনানাশক স্প্রে করে চুরি, ঘেরে মাছ চুরি বেড়ে যায়। এসকল চুরি ঠেকাতে হবে এবং যথাযথ তথ্য পুলিশ জানাতে হবে। অপরাধীদের পাকড়াও করতে দিনে ও রাতে গ্রাম পাহারা দিতে হবে। এজন্য গ্রাম পুলিশদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বৃহস্পতিবার (৩ অক্টোবর -২৪) বেলা ১১ টায় থানা চত্তরে গ্রাম পুলিশদের সমাবেশে বক্তব্যকালে এসব কথা বলেন। তাছাড়া আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে ঠিক মত ডিউটি করার আহবান জানান। এসময়ে থানার সেকেন্ড অফিসার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin