প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৪:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৪, ৫:২০ পি.এম
শাখারীদহ বারোয়ারী পূজা মন্দির কমিটি’র পক্ষ থেকে সকল সনাতনীদের জানাই শারদীয় শুভেচ্ছাঃগৌতম কর্মকার

ঝিনাইদহ প্রতিনিধিঃ 'আশ্বিনের শারদ প্রাতে মহামায়ার আবির্ভাবে ঘুচে যাক যত দুঃখ-গ্লানি, যা আছে জীবের অন্তরে।আজ ১০ই অক্টোবর আদ্যাশক্তি মহামায়া মা দূর্গা'র মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হবে। শ্রী'মায়ের শ্রীচরণকমলে পুষ্প নিবেদনপূর্বক মা'য়ের আশীর্বাদ প্রার্থনায় সকল সনাতনী'র আত্মা নিবেদিত হউক।'—এমন আশাবাদ ব্যক্ত করে খোলাচিঠি প্রেরণ করেছে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ বারোয়ারী পূজা মন্দির কমিটির সুযোগ্য সভাপতি বাবু গৌতম কর্মকার। তিনি আরও বলেন,"জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে একাত্মতা পোষণ করে এই উৎসবকে উৎসবমুখর করতে চাই।সকলের অংশগ্রহণে ভরে উঠুক আমাদের পূজা মন্দির প্রাঙ্গন।এবারের শারদীয় দূর্গোৎসব-২০২৪ নিঃসন্দেহে প্রশংসনীয়। কেননা,বাংলাদেশের সর্বস্তরের মানুষ এখানে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেছে যা আমাদের জাতীয়তাবাদের ভিত্তি রচনা করে।"
নিরাপত্তা সম্পর্কিত তথ্যাদি জানতে চাইলে তিনি বলেন,"এবারের পূজায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশবাহিনী, বাংলাদেশ আনসারবাহিনী সহ সকল সরকারি-বেসরকারি স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা, তা সত্যিকার অর্থেই প্রশংসনীয়। "
সবশেষে, তিনি সারা বাংলাদেশের সনাতনী ভাই-বোনদের শারদীয় শুভেচ্ছা বার্তা জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin