জরুরি বিভাগে রোগী দেখতে অনিহা প্রকাশ করেন চিকিৎসক। অনুরোধ করতে গেলে ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত ওই চিকিৎসক বলেন, এই মুহূর্তে ড. ইউনূসের বাপ আসলেও এখন কোনো রোগীর চিকিৎসা হবেনা।
শুক্রবার দিবাগত রাত ১০টা ৫০ মিনিটে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
গুরুতর অসুস্থ এক রোগীকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুরুন্নবী বলেন, ‘এই মুহূর্তে ড. ইউনূসের বাপ আসলেও এখন কোন রোগীর চিকিৎসা হবেনা। আধা ঘণ্টা পরে চিকিৎসা দেওয়া হবে। বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান আমার মামা হয়। অনলাইনে সার্স দিয়ে দেখ ওনি কে?’
তিনি অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে ভয় দেখান। পাশাপাশি বলেন, ছবি তুলে নিউজ করে আমার কি করতে পারিস কর দেখি।
জানা যায়, গতকাল স্থানীয় সাংবাদিক মতলুব হোসেন অসুস্থ হলে তার স্বজন, সাংবাদিকরা তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে গুরুতর অসুস্থ আরও অনেক রোগী থাকলেও ডাক্তারের কোন দেখা মেলেনি। সকল রোগীর স্বজনরা ডাক্তারের সন্ধানে ছোটাছুটি করছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin