হাফিজুর রহমান শিমুলঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের যুব বিভাগ ও জামায়াতের ইউনিয়ন শাখার আয়োজনে যুব সমাবেশ ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওঃ রওশান আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গাজী নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওঃ আনোয়ারুল ইসলাম ও জামায়াতের ওলামা বিভাগের উপজেলা সভাপতি মাওঃ আব্দুল মোমেন। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জামাল ফারুক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আজহারুল ইসলামসহ ইউনিয়ন জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সাংস্কৃতিক সন্ধ্যায় ইসলামী সংগীত পরিবেশন করেন সৌরভ শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin