প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৬:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৪, ১২:৪১ পি.এম
ইবি ছাত্রলীগের সাহিত্য সম্পাদক আটক
মোতালেব বিশ্বাস লিখন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল আলিমকে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ায় আটক করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে। তাকে ইবি থানায় হেফাজতে রাখা হয়েছে।
আব্দুল আলিম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পরীক্ষা শুরুর পর শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে শুরু করলে প্রক্টরিয়াল বডি তাকে পরীক্ষার হল থেকে বের করে আনে। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের তোপের মুখে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়।
প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভাগীয় শিক্ষক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার নিরাপত্তা নিশ্চিত করেন এবং পরে তাকে থানায় সোপর্দ করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, আব্দুল আলিম ক্যাম্পাসে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন এবং ছাত্র আন্দোলনে সরাসরি বিরোধিতা করেছেন। এছাড়াও তিনি আবাসিক হলের সিট বাণিজ্যে জড়িত ছিলেন বলে তারা দাবি করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, ‘আমি ঘটনার বিষয়ে জানতে পারার পরপরই মব জাস্টিস যাতে না হয়, সেটির ওপর গুরুত্ব দিয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিলে তাকে নিরাপদে থানায় সোপর্দ করেছি।’
ইবি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একজন ছাত্রলীগ নেতাকে আমাদের কাছে নিয়ে এসেছেন। আমরা তাকে গ্রহণ করেছি। আমাদের ডেটাবেসে তার নামে কোনো অভিযোগ থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin