তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার সাবেক সহ-সভাপতি ও পেট্রন ডাঃ দিলরুবা খানম ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ইন্জিঃ আবুল কাসেম সমিতির সাবেক সভাপতি ও পেট্রনের সহধর্মিনী।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৬ টার দিকে বার্ধক্যজণিত কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ২ সন্তানসহ (লন্ডন প্রবাসী) অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। মায়ের দাফনের জন্য লন্ডন থেকে দেশে ফিরছেন তার সন্তানেরা। সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
তার মৃত্যুতে সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বিবৃতিতে সমিতি মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, তিনি সাতক্ষীরার সার্বিক উন্নয়নে ও সমাজসেবায় অসামন্য অবদান রেখে গেছেন। রাজধানীর পান্থপথস্থ সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা নিজস্ব ফ্লাট ক্রয়েও তার অবিস্মরণীয় অবদান রয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin