মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী ) : বাউফলের মদনপুর ইউনিয়নের মধ্যমদনপুর গ্রামের চতুর্থ শ্রেণি পড়–য়া এক শিশুকে যৌন হয়রানির মামলায় আসামী আনোয়ার হাওলাদারকে (৪০) ১৭ দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এগারো বছরের এই শিশুকে যৌন হয়রানির অভিযোগে গত ১১ অক্টোবর বাউফল থানায় তার বিরুদ্ধে মামলা করে শিশুটির বাবা। অভিযুক্ত আনোয়াকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে এলাকাবাসি বাউফল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এ ছাড়াও যৌন নিপিরনকারী আনোয়ারকে গ্রেপ্তারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও বাউফল থানার ওসিকে স্মারকলিপিও প্রদান করেন। এতা কিছুর পরেও টনক নড়েনি বাউফল থানা পুলিশের। অভিযুক্ত আনোয়ার হাওলাদারকে মৎস্যজীবীদলের মদনপুরা ইউনিয়ন শাখার সভাপতি ছিল। এ ঘটনার পর ওই পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, আনোয়ার রাজনীতির পাশাপাশি মুদি ব্যবসা করতো। পন্য ক্রয়ের জন্য ওই শিশুটি প্রায়ই তার দোকানে যেত। এই সুযোগে নানা ভাবে তাকে যৌন নির্যাতন করতো আনোয়ার। বিয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখাতো। স¤প্রতি যৌন হায়রানির শিকার শিশুটি মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায়। এরআগেও অভিযুক্ত আনোয়ার তিন শিশুকে শিকলে বেঁধে নির্যাতন করে। এ ঘটনায় অভিযুক্ত আনোয়ার হাওলাদারকে পুলিশ গ্রেপ্তার করে। কয়েকদিন কারাবাসের পর জামিনে এসে পুনরায় নানা অপর্কম শুরু করে। এলাকার লোকজন তার উপর অতিষ্ট ছিল।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin