প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৭:১০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৪, ৫:৩৭ পি.এম
ইবিতে ইয়ুথ এন্ডিং হাঙ্গারের নাগরিকত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মোতালেব বিশ্বাস লিখন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ ইবি শাখার আয়োজনে নাগরিকত্ব বিষয়ক কর্মশালা ও ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর ) সকাল ১০ টার সময় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ - ঐক্যমঞ্চের অফিস রুমে এটি অনুষ্ঠিত হয়।
ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর ইবি শাখার সমন্বয়কারী মোতালেব বিশ্বাস লিখনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যশোর আঞ্চলিক সমন্বয়কারী ফিরোজ হোসেন পলাশ, ইবি ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি’র সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ, ইবি ইয়ুথ এন্ডিং হাঙ্গারের প্রচার সম্পাদক ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মামুন এবং দিবস পালন সম্পাদিকা তামান্না ইসলাম সহ ২৫ জন ইয়ুথ সদস্য।
এসময় কর্মশালায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে অবহিত ও ধারণা প্রদান করেন যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী ফিরোজ হোসেন পলাশ। সেইসাথে বাংলাদেশের ইয়ূথ হিসেবে একজন ইয়ুথের কি কি সামাজিক দায়বদ্ধতা আছে সেগুলো তুলে ধরা হয় এবং কিভাবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করা যায় নিজ নিজ জায়গায় থেকে সে বিষয়েও আলোকপাত করা হয়। এ ছাড়া পরবর্তীতে ক্যাম্পাসে কি কি সামাজিক দায়বদ্ধতামূলক কাজ করা যায় সেগুলো নিয়ে আলোচনাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এছাড়াও এ সময় দীর্ঘ সময় ধরে কর্মশালা পরিচালনা করেন দিবস পালন সম্পাদিকা তামান্না ইসলাম।
এবিষয়ে ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ ইবি শাখার সমন্বয়কারী মোতালেব বিশ্বাস লিখন বলেন, 'ইয়ুথ এন্ডিং হাঙ্গার একটি ইউনিক সংগঠন ইবিতে। আমরা ইয়ূথ হিসেবে প্রতিজ্ঞা করছি সামাজিক দায়বদ্ধতামূলক অনেক কাজে আমরা ইবি শখার সদস্যরা কাজ করব এবং কিভাবে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা যায় সেগুলো নিয়ে আমরা সচেতন হওয়ার জন্য প্রচারণামূলক কাজ করব এবং পিছিয়ে পড়া অসহায় জনগোষ্ঠীর জন্য কাজ করব। এছাড়াও আমরা খুব শীগ্রই গনতন্ত্র ও সুশাসন নিয়ে কাজ করব।'
প্রসঙ্গত, ‘ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ’ আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’র অনুপ্রেরণায় সৃষ্ট একটি ছাত্র সংগঠন। শিক্ষার্থীদের নেতৃত্বেই এ সংগঠন পরিচালিত। এ সংস্থার প্রতিটি সদস্য নিজের উন্নত ভবিষ্যৎ নিজে গড়তে এবং অন্যকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ সৃষ্টির প্রত্যাশার লক্ষ্যে এটি পরিচালিত। ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ ১৯৯৫ সালে যাত্রা শুরুর পর থেকে এখন দেশের অন্যতম একটি স্বেচ্ছাব্রতী আন্দোলনে রূপ নিয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin