মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরশাখার উদ্যোগে ২০০৬ সালে আওয়ামীলীগের লগি-বৈঠার মাধ্যমে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কয়েকজন কর্মীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ অক্টোবর)বিকাল ৫টার দিকে বাউফল পাবলিক মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী বাউফল পৌর-শাখার আমীর মোঃ রাসেল মাহমুদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, সাবেক ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি,জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন জামায়াতের সেক্রেটারী ড.মু: শফিকুল ইসলাম মাসুদ।
ড.মাসুদ বলেন,২০০৬ সালের ২৮ অক্টোবর আজ থেকে ১৯ বছর আগে ঢাকা পল্টনে খুনি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা জামায়াতের একটি সমাবেশে হামলা চালিয়ে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের কয়েকজন কর্মীকে হত্যা করে। সেদিন দেশ ও জাতিকে ধ্বংস করে দেয়ার চক্রান্ত করা হয়েছিল। খুনের পর তারা লাশের পাশেই নাচগানে মেতে উঠেছিল। তিনি অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পুনরায় সচল করে খুনিদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার বর্তমান সরকারের প্রতি আহবান জানান। জুলাই আগষ্ট খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। যারা ছাত্র-জনতাকে হত্যা করেছে তাদের বিচার এ দেশের মাটিতে হবে। আর যেন আওয়ামী সন্ত্রাসীরা বাংলার মাটিতে রাজনীতি করে সন্ত্রাসী কার্যকলাপ চালাতে না পারে সে জন্য সন্ত্রাসী আওয়ামীলীগের রাজনীতি বন্ধ করতে হবে।
গণসমাবেশে আরো বক্তব্য রাখেন, বাউফল উপজেলার জামায়াতের সাবেক আমীর ও জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাও.আঃ গনি, সাবেক আমীর জেলা কর্ম পরিষদ সদস্য মাও.মোঃ ইসহাক,উপজেলা জামায়াতের আমীর মাও.মু: রফিকুল ইষলাম ও সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান প্রমুখ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin