হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জের কৃতি সন্তান ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডঃ শেখ আব্দুস সাত্তার সাতক্ষীরা জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মনোনীত হয়েছেন।গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন ও বিচার বিভাগের সাতক্ষীরা জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের আইন কর্মকর্তা হিসাবে মনোনীত হয়েছেন। গত ৩০ অক্টোবর-২৪ তারিখে উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মোঃ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত আদেশ মতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এ্যাডঃ শেখ আব্দুস সাত্তার সাতক্ষীরা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ছিলেন। বুধবার বিকালে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাকে ফুলেল শুভেচছায় সিক্ত করেণ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin