মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী ) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে মার্কেন্টাইল ব্যাংক পিএসসি’র ৯০০ শত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হেেয়ছে। গত শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে শাহেদা গফুর হাসপাতাল মাঠে মার্কেন্টাইল ব্যাংক পিএসসি’র উদ্যোক্তা পরিচালক এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। মার্কেন্টাইল ব্যাংক পিএসসি’র তহবিল থেকে ১০লাখ টাকার অনুদান দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি জনকে ৬ কেজি চাল, ১ কেজি মুসুর ডাল, ১ কেজি আটা, ১ কেজি সয়াবিন তেল ও যাতায়াতের জন্য নগদ ৩০০ শত টাকা দেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের সিকিউরিটিজ এর চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম, ব্যবস্থপনা পরিচালক মার্কেন্টাইল ব্যাংক পিএলসি মোঃ কামরুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মার্কেন্টাইল ব্যাংক পিএলসি মতিউল হাসান, মোঃ ফারুখ সিকদার, মোঃ মোচলে উদ্দিন, মার্কেন্টাইল ব্যাংক পিএসসি’র কালাইয়া শাখা ব্যবস্থাপক মোঃ আল মামুন প্রমুখ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin