মোঃ খলিলুর রহমান, বাউফল, পটুয়াখালী: জমি সংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া এলাকায় আজ শনিবার আশিষ চন্দ্র দাস (৩৪) ও তাঁর বড় ভাই অসীম চন্দ্র দাস (৪০) এবং বাবা মধু সূধন দাসকে (৬৫) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহত ব্যক্তিদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা, আহত ব্যক্তিদের স্বজন ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কালাইয়া গ্রামের মধু সূধন দাসের (৬৫) সঙ্গে একই এলাকার রনজিৎ দাসের (৫৫) বিরোধ চলে আসছে। আজ শনিবার সকাল আটটার দিকে রনজিৎ লোকজন নিয়ে ওই বিরোধীয় জমি মাপঝোঁক করে দখলে নেওয়ার চেষ্টা চালান। এতে মধু সূধন বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মধু সূধনকে থাপ্পর মারেন রনজিৎ। তাঁকে রক্ষা করতে তাঁর (মধু সূধন) দুই ছেলে আশিষ ও অসীম এগিয়ে গেলে তাঁদেরকেও রনজিৎ দাসের রাজীব চন্দ্র দাস (৩০) ও সজীব চন্দ্র দাসের (২৬) নেতৃত্বে ছয়-সাতজনের একটি দল ছুরিকাঘাত করে ও কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজীব চন্দ্র দাস বলেন,‘তাঁদের জমি জবর দখল করে রেখেছে মধু সূধন দাস। এ নিয়ে তাঁর বাবা রনজিৎ দাস কথা বলায় মধু সূধন দাস ও তাঁর লোকজন তাঁর বাবাকে (রনজিৎ) মারধর করে। খবর পেয়ে তাঁরা গিয়ে তাঁর বাবাকে রক্ষা করেছেন। তখন মধু সূধন দাসের লোকজনের সঙ্গে হাতাহাতি হয়েছে।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন,‘জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং আহত ব্যক্তিদের খোঁজখবর নিয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin