মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী ) প্রতিনিধি: বাউফল উপজেলার কালাইয়া বন্দরে গাঁজা ক্রয়-বিক্রির সময় ইব্রাহিম (৪০), রুনু বেগম (৩৫) ও তার ভাই জামাল উদ্দিনসহ (৪০) তিন জনকে আটক করা হয়েছে। রবিবার (১০নভেম্বর) বেলা ১১টার দিকে গোরস্থান এলাকা থেকে তাদের আটক করা হয়।
মাদক মুক্ত কালাইয়া নামের একটি সংগঠনের পরিচালক মাসুম সিদ্দিকী জানায়, আটককৃতদের আগ থেকেই নজরধারীর মধ্যে রাখা হয়। এরপর ঘটনার দিন সংগঠনের এক সদস্য উপজেলার মদনপুরা এলাকার ইব্রাহিমকে গাঁজাসহ হাতে নাতে আটক করেন।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ি সেনবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে কালাইয়া বন্দরের গোরস্থান এলাকা থেকে গাঁজা ব্যবসায়ী রেজাউলসহ তার স্ত্রী রুনু বেগম ও তার ভাই জামাল উদ্দিনকে আটক করলেও কৌশলে রেজাউল পালিয়ে যায়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin