প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ১০:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ৭:১৭ পি.এম
আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৪ সমাপ্ত
ঢাকা, ১৪ নভেম্বর ২০২৪ (বৃহস্পতিবার): আজ (১৪ নভেম্বর ২০২৪) সদর দপ্তর ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া।
প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী চ্যাম্পিয়ন ও বাংলাদেশ সেনাবাহিনী রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও, এ প্রতিযোগিতায় কর্পোরাল মোঃ সোলায়মান তনু (বাংলাদেশ সেনাবাহিনী) শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য, গত ১০ নভেম্বর ২০২৪ তারিখ হতে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ, অন্যান্য অফিসারগণ, জেসিও ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতার মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক সক্ষমতা, প্রশিক্ষণের মান উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে বলে আশা করা যায়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin