হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর ) বিকাল ৪ টায় কালিগঞ্জ ব্রীজের দক্ষিণ পাশে কালিগঞ্জ উপজেলার বিএনপির (ভারপ্রাপ্ত) সাবেক সভাপতি শেখ মনিরুল ইসলাম (মনু) এর সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিঃ যুগ্ন আহবায়ক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মোঃ আলাউদ্দিন। বক্তব্যে তিনি বলেন আগামীর রাষ্ট্র নায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে কাজ করতে চাই। বিএনপিকে ধ্বংস করতে আওয়ামী হায়েনারা দেশ নেত্রীকে বাড়িছাড়া, তারেক রহমানকে দেশ ছাড়া করেই খ্যান্ত হয়নি শতশত মামলা দিয়ে তাদেরকে পঙ্গু করার নকশা করা হয়েছিলো। এসময়ে স্বাগত বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড. আশেক এলাহী মুন্না, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙুর, সাবেক সাধারণ সম্পাদক আসাদুর রহমান আছু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার সিদ্দিকী, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক আব্দুস সেলিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু। উপস্থিত ছিলেন কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আলমগীর হোসেন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শোকর আলী, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব ফারুক হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান, সদস্য সচিব ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা নাগরিক দলের আহবায়ক হারুন অর রশিদ জয়নাল, উপজেলা জাসাস এর আহবায়ক মুরশীদ আলী ও সদস্য সচিব মারুফ বিল্লাহ, তরুন দলের সাবেক উপজেলা সভাপতি নওশের আলী প্রমুখ। জনসভায় শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin