প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৬:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ৬:৩৯ পি.এম
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৪ (শনিবার): আজ (১৬ নভেম্বর ২০২৪) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) বোর্ড রুমে অ্যাসোসিয়েশনের নবনিযুক্ত সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি এর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির ০২/২০২৪ সভা অনুষ্ঠিত হয়। বিওএ এর সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর সেনাবাহিনী প্রধান তাঁর এই প্রথম সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং দেশের ক্রীড়াঙ্গনকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত সভায় বিওএ'র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ছাড়াও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় গত ২৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত বিওএ এর কার্যনিবাহী কমিটির ০১/২০২৪ সভার কার্যবিবরণী অনুমোদন এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin