প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১০:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ৩:৪০ এ.এম
সেনাবাহিনী প্রধানের কক্সবাজার এরিয়া পরিদর্শন
ঢাকা, ১৮ নভেম্বর ২০২৪ (সোমবার): সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি ১৭ ও ১৮ নভেম্বর ২০২৪ তারিখে ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি রামু সেনানিবাসে অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যদের আবাসন সমস্যা দূরীকরণের লক্ষ্যে পারিবারিক বাসস্থান 'সেনানীড়' এবং 'স্বপ্নচূড়া' এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাবাহিনী প্রধানের পত্নী সারাহনাজ কমলিকা জামান কক্সবাজারের রামু সেনানিবাসে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান 'প্রয়াস' উদ্বোধন করেন। এছাড়া তিনি 'রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ' এর পরিবর্তিত নাম 'শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ' এর নতুন ফলক উন্মোচন করেন। উল্লেখ্য, শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দেশ মাতৃকার সেবায় নিজের জীবন উৎসর্গ করেন যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশপ্রেম, আত্মত্যাগ ও বীরত্বের এক উজ্জল দৃষ্টান্ত হয়ে আছে।
অনুষ্ঠানসমূহে সেনাসদর ও রামু সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ছাড়াও শহীদ লেফটেন্যান্ট তানজিমের পরিবারবর্গ, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিকবৃন্দ, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং 'শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ' এর শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin