শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু রাষ্ট্রের সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে নির্বাচন দেয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বিএনপির এ নেতা বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া; তবে সামগ্রিক সংস্কার শেষে নির্বাচন, এরপর ক্ষমতা হস্তান্তর হবে এটা যুক্তিসঙ্গত নয়। বিএনপিও সংস্কারের পক্ষে তবে সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে বলেও জানান তিনি। মঈন খান বলেন, জুলাই-আগস্ট আন্দোলন কারও একার কৃতিত্ব নয়; এটা দেশের ছাত্র-জনতা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অর্জন হয়েছে। জুলাই আগস্ট আন্দোলন শুধু বৈষম্যবিরোধী আন্দোলন ছিল না। এ আন্দোলন ছিল গণতন্ত্র, ভোটাধিকার ও মৌলিক অধিকার আদায়ের আন্দোলন। এ আন্দোলনের ধারাবাহিকতায় স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin