সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেন, দেশে স্থানীয় সরকার ব্যবস্থা নেই। আছে শুধু কয়েকটা প্রতিষ্ঠানের সমষ্টি। এই কমিশনের কাজ হবে একটা স্থানীয় সরকার ব্যবস্থা দাঁড় করিয়ে দেয়া। শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সভায় এসব কথা বলেন এই সংস্কার কমিশন সদস্য। অবাধ-অংশগ্রহণমূলক-নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবেই ছিল এ মতবিনিময়। তিনি বলেন, নির্বাচনের ব্যয় কমাতে পার্লামেন্টারি ব্যবস্থায় আনার কথাও ভাবা হচ্ছে। কিন্তু স্থানীয় সরকার সংস্কার বাস্তবায়ন করে সেটা করতে হবে। সভায় সংস্কার কমিশনের সভাপতি ড. বদিউল আলম মজুমদার জানান, রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা হয়েছে। তবে অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত নয়। আরও জানান, হলফনামা যাচাই বাছাই নিয়ে কথা হয়েছে। না ভোট ফিরিয়ে আনার ব্যাপারেও সভায় আলোচনা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin