প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৮:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৫:৩১ পি.এম
বিতে তরুণ কলাম লেখক ফোরামের ‘লেখা প্রদর্শনী ২০২৪’ উদ্বোধন
মোতালেব বিশ্বাস লিখন , ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘লেখা প্রদর্শনী ২০২৪’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসের বটতলায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রদর্শনীতে বিভিন্ন জাতীয় পত্রিকার সম্পাদকীয় পাতায় প্রকাশিত ফোরামের তরুণ লেখকদের লেখা কলাম ও চিঠি প্রদর্শিত হয়। উপাচার্য ঘুরে ঘুরে লেখা পড়েন এবং তরুণদের সৃষ্টিশীল কর্মকান্ড অব্যাহত রাখতে পরামর্শ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আইন অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার তৌহিদুল আনাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার, আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোঃ ইকবাল হোছাইন, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস. এম. সুইট এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খায়রুজ্জামান খান সানি ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।
পরে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শিক্ষা ও গবেষণা প্রদর্শনী পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর। দুই দিনব্যাপী এই প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ, ল্যাবরেটরি স্কুল ও আইআইইআর তাদের শিক্ষা ও গবেষণার অগ্রগতি তুলে ধরে।
মোট ৩৮টি স্টলে বিভিন্ন বিভাগের উদ্ভাবিত গবেষণাকর্ম, প্রকাশিত বই এবং গবেষণাপত্র প্রদর্শিত হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin