অদ্য ২৮ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে খুলনা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মোঃ রেজাউল হক পিপিএম মহোদয় সাতক্ষীরা জেলায় আগমন করেন।মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে তাকে জেলা পুলিশের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় এবং একই সাথে জেলা পুলিশের একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
পরবর্তীতে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশ,সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত "বিশেষ কল্যাণ সভা" অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃরেজাউল হক পিপিএম, ডিআইজি,খুলনা রেঞ্জ,বাংলাদেশ পুলিশ।
এ সময় উপস্থিত সদস্যগণদের মধ্য হতে অনেকে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং মাননীয় ডিআইজি মহোদয় তাৎক্ষণিক সমাধান প্রদান করেন ও সমাপনী বক্তব্যে পুলিশের করণীয়-বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিকনির্দেশনা তুলে ধরেন।পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃমোকবুল হোসেন,কমান্ড্যান্ট (পুলিশ সুপার),ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,সাতক্ষীরা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃসজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃআমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) জনাব মোঃআমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব মোঃহাসানুর রহমান সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin