স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, আমার কাছে ৪০ জনের ওপরে চিকিৎসকের তালিকা আছে যারা বিদেশে গিয়ে আর দেশে ফেরেননি। তাদের একাধিকবার চিঠি দেওয়া সত্ত্বেও তারা দেশে আসেননি। একটা দরিদ্র দেশ হিসেবে এত অর্থের অপচয় আমরা কীভাবে মেনে নেব? আমাদের যাতে বিষয়গুলো স্পষ্ট উল্লেখ থাকে। দেশের বাইরে প্রশিক্ষণ নিক তাতে সমস্যা নেই কিন্তু তারা যাতে দেশে ফিরে আসে। এটাই আমার চাওয়া।
শনিবার (৩০ নভেম্বর) সকালে ন্যাশনাল ইনিস্টিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশের উদ্যোগে বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস পালন উপলক্ষে সায়েন্টিফিক সেমিনারের উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এ কথা বলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin