মোতালেব বিশ্বাস লিখন , ইবি।।ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সিন্দাবাদ সাহিত্য সংসদের আয়োজনে ‘ছাত্র-জনতার অভ্যুত্থান–২০২৪’ শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বিজয় সন্ধ্যা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শেষে ‘লাল জুলাই’ নাটক মঞ্চায়ন হয়।
রবিবার (১ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
অনুষ্ঠানটির পরিবেশনায় ছিলেন – সুর সম্রাট মশিউর রহমান জনপ্রিয় শিল্পী ওবায়দুল্লাহ তারেক, শিল্পী ও অভিনেতা আবু তৈয়ব মিসবাহ। আয়োজনটিকে প্রাণবন্ত ও মুগ্ধকর করার জন্য সাথে ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট’।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি অত্যন্ত বিমুগ্ধ। আমি যতদিন এই বিশ্ববিদ্যালয়ে থাকবো, ততদিন জুলাই বিপ্লবের চেতনা ধারণ করেই কাজ করে যাব। এই আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক স্বার্থ ছিল না; এর লক্ষ্য ছিল স্বৈরাচারমুক্ত, বৈষম্যহীন একটি দেশ প্রতিষ্ঠা করা।”
গণঅভ্যুত্থানের স্মরণে লাল জুলাই নাটক মঞ্চায়ন প্রসঙ্গে তিনি বলেন, “লাল জুলাই নাটক দেখে আমার অতীতের স্মৃতিগুলো আবার জীবন্ত হয়ে উঠেছে। আপনারা যেন এই আবেগকে শক্তিতে রূপান্তরিত করতে পারেন। মঞ্চায়িত নাটকটি অত্যন্ত প্রশংসনীয়। নাট্যদলটি ইচ্ছা করলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাটকটি মঞ্চায়নের সুযোগ করে দিতে পারি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin