প্রিয় ভাই-বোন ও বন্ধু, ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হিসেবে আমি নির্বাচিত হয়েছি। আলহামদু লিল্লাহ। আমাকে যারা ভোট দিয়েছেন, যারা আমার জন্য দোয়া করেছেন, সমর্থন যুগিয়েছেন এবং নানাভাবে সহায়তা করেছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমি আপনাদের জন্য মহান রবের কাছে দোয়া করছি। কিছু মানুষ রাত-দিন আমার জন্য পরিশ্রম করেছেন; তাদের ঋন কোনদিন শোধ করার মতো নয়।
নির্বাচিত হওয়ার পর অনেকেই আমাকে ফোন করেছেন, মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর এবং মেসেঞ্জারে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন। তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। আমি যথাসময়ে অনেকের ফোন ধরতে পারিনি, মেসেজের জবাব দিতে পারিনি; সে কারণে আমি দু:খ প্রকাশ করছি। আমাকে আপনারা ক্ষমা করে দিবেন।
বিপুল সংখ্যক ভোট দিয়ে ডিআরইউ’র সদস্যরা আমাকে সভাপতি নির্বাচিত করেছেন। সে কারণে তাদের প্রত্যাশাও অনেক বেশী। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেনো তাদের প্রত্যাশা পূরণ করতে পারি। আমি ডিআরইউ’র সদস্য এবং তাদের পরিবারের পাশে থাকতে চাই। আমি আমার যোগ্যতার পরীক্ষা দিতে চাই। আমার এ লড়াইয়ে বরাবরের মতোই আপনারা আমার পাশে থাকবেন বলে বিশ্বাস।
মহান রব যেনো আমাকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তি দান করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin