হাফিজুর রহমান শিমুলঃ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় বিষ্ণুপুর বাজার চত্বরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক বাবলুর রহমান সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব হামিদুল ইসলাম ও সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল মোড়লের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: আব্দুস সালাম খান, সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দীন লিটন, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের লিখিতঃ কৃষকদের উন্নয়ন ও আগামী দিনের পরিকল্পনার বিষয় তুলে ধরে বক্তব্য পাঠ করেন কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক রোকনুজ্জামান রোকন।সন্মানিত অতিথি ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি'র আহবায়ক জিএম রফিকুল ইসলাম, সদস্য সচিব আজিজুর রহমান খা, দক্ষীন শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এসএম মোতাহার হোসেন।এ সময় আরো উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শেখ আব্দুল করিম, সদস্য সচিব শিমুল হোসেন, উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন,খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল বাবু।উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, সিনিঃ যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক শরিফুল হালদার,আবুল হোসেন, আমিরুল ইসলাম, ইদ্রিস আলী, উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, সদস্য সচিব মারুফ বিল্লাহ, সিনিঃ যুগ্ন আহ্বায়ক শাহাজান আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিঃসহ সভাপতি জাকির হোসেন, সৈনিক দলের আহ্বায়ক আবু হুসাইন সোহাগ, তরুণ দলের সিনিঃ যুগ্ন সাধারণ সম্পাদক ওমর ফারুক যুবদলের ১নং ওয়ার্ড সভাপতি ফিরোজ হোসেন ঢালী প্রমূখ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin