ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের পদ্মপুকুর ডিগ্রী কলেজ সংলগ্নে গুড়দাহ সবে চেয়ারম্যান ইটভাটা সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুই জন। শুক্রবার সন্ধ্যায় গুড়দাহ এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেস কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিণদিয়া গ্রামের সিরাজুল ইসলাম ছেলে সিজান এবং সিফাত। (২০) ও
আহতরা হলেন ভবননগর পূর্ব পাড়া গ্ৰামে জিয়াউর রহমান ছেলে রাব্বি হোসেন (১৮)
প্রতক্ষ্যদর্শী স্থানীয় বাসিন্দা ফারুক জানান, মোটরসাইকেলে করে রাব্বি হোসেন গুড়দাহ বাজার থেকে পদ্মপুকুর যাচ্ছিলেন। পথে শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল প্রাইভেটকার ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হয় আরও দুইজন। পরে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা আনুমানিক যশোর ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মহেশপুরের দত্তনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আশিষ দাস বলেন, ‘মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin