অদ্য ১৭ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের স্মরণে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩২ জন অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ হতে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন। সভায় পুলিশ সুপার মহোদয়ের বক্তব্যের শুরুতেই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভ করে। উক্ত স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ পুলিশের অবদান অপরিসীম। মুক্তিযুদ্ধে অনেক পুলিশ সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহন করে অনেকে শহীদ হন, অনেকে আহত হন এবং অনেক সদস্য বীরত্বপূর্ণ ভূমিকার জন্য খেতাবপ্রাপ্ত হন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জনাব মোঃ আমিনুর রহমান, সহকারি পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব মোঃ হাসানুর রহমান, অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণ এবং শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin