রাজনীতি করতে এসে অসংখ্য মামলার আসামি হয়েছি,অসংখ্যমবার জেল খেটেছি।একাধিকবার আমার বাসায় হামলা হয়েছে, ভাংচুর হয়েছে।আমার ছোট ভাইদের পর্যন্ত জেল খাটিয়েছে।আমার ছোট ভাইয়ের ঊপর হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে আমার উপর হামলা হয়েছে অনেকবার আমার ফ্যামিলির উপর অনেক নির্যাতন করছে তারপরও আমাকে দমিয়ে রাখতে পারে নাই। আমি স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে প্রত্যেকটা সংগ্রামে রাজপথে যুদ্ধ করে টিকে ছিলাম এবং দেশের জনগণের ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য,দেশের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য,মানুষ স্বাধীনভাবে কথা বলার জন্য এই স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি ১৭ টি বছর বাংলাদেশের গণতন্ত্রের নেত্রী আপোষহীন নেত্রী দেশপ্রেমিক জিয়া পরিবারের যোগ্য ঊত্তরসুরী,আদিপত্যবাদ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে রাজপথের বীর সিপাহসালা বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের আরেক যোগ্য ঊত্তরসুরী যায় চিন্তা চেতনা মেধা মনন আর যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশবাসীর কাছে একজন জাতীয় নেতার পরিক্ষায় ঊত্তীর্ন বাংলাদেশের জনমানুষের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
বাংলাদেশের রাজনীতিতে একমাত্র দেশপ্রেমিক পরিবার প্রমান করতে সক্ষম হয়েছে তার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজ নেতৃত্বের গুণাবলীর মধ্যে দিয়ে সেই নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে।
রাজপথের একজন কর্মী হিসেবে আমি বিশ্বাস করি রাজপথ কখনো বেইমানি করে না,অনিয়ম, অরাজকতা, বিশৃঙ্খলা, দলীয় স্বার্থবিরোধী, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড কখনো স্থায়ী হয় না, বেশিদিন টিকে থাকতে পারে না,কোন এক সময় রাজনীতি রাজনীতির নিয়মে চলে আসে এবং আসতেই হবে এটাই স্বাভাবিক, এটাই নিয়ম আর এটাই বাস্তবতা। কিন্তু এই অনিয়ম থেকে নিয়মে ফিরে আসার সময়টুকুতে দলের অনেক অনুগত ও নিবেদিত নেতাকর্মী হারিয়ে যায়,ঝড়ে যায়।
দলের জন্য যেটা অনেক ক্ষতির সেই ক্ষতি কাটিয়ে উঠতে কিছুটা সময় লাদে নতুন আনুগত্য ও নিবেদিত নেতাকর্মী তৈরি করতে গিয়ে আর তখন স্বার্থবাদী সুবিধাবাদী গোস্ঠীদের পতন ঘটে।
আলোর নিচে যেমন অন্ধকার থাকে তেমনি অন্ধকারের শেষ দিয়ে আলোর শুরু।তেমনি অনিয়মে ডুবে যাওয়া রাজনীতি রাজনীতির ধারা কখনো কোনো এক সময় নিয়মের রাজনীতিতে ফিরে আসে এবং আসবেই।তাই রাজনীতিতে একটি কথা প্রচলন রয়েছে "রাজনীতিতে কখনো হতাশা থাকতে নেই"রাজনীতিতে বিশৃঙ্খলা কারীদের পরাজয় শুনিশ্চিত।এদের ঝলকানি ক্ষনিকের জন্য।আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন,আমিন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin