মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী ) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে রাষ্ট্রীয় মর্যাদায় বাউফল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার, নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নাজিরপুর ছোটডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, উপজেলা পরিষদ জামে মসজিদের সাধারন সম্পাদক, ধানদী কামিল মাদ্রাসার সভাপতি, উপজেলা আ.লীগের সহসভাপতি ও বিআরডিবি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মিয়ার (৭০) লাশ দাফন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন) । মৃত্যকালে তিনি ৪ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স¦জন রেখে গেছেন।
মরহুমের জানাজা নামাজ শুক্রবার (২৭ ডিসেম্বর) বাদ জুমা বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে লাশ নাজিরপুর ইউনিয়নে মরহুমের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে বাউফল মুক্তিযোদ্ধা সংসদ, বাউফল প্রেসক্লাব, উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতৃবৃন্দ গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin