মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী ) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল প্রেসক্লাব ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে মোঃ জলিলুর রহমান (আমার দেশ), সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছে মোঃ জসিম উদ্দিন (মানবকণ্ঠ) । গতকাল সোমবার সকাল ৯টায় বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে, যুগ্মসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে মোঃ মনিরুজ্জামান হিরোন (সকালের সময়)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে ১০ জন। তারা হলেন, সহসভাপতি মোঃ দেলোয়ার হোসেন (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ মোঃ ফারুক হোসেন ( গণদাবী), দপ্তর সম্পাদক পিয়াল হাসান (সময়ের কণ্ঠস্বর), ক্রীড়া ও স্বাংস্কৃতিক সম্পাদক পদে নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম (ইনকিলাব), প্রচার সম্পাদক উত্তম কুমার (বিজয়টিভি), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মু: মনজুর মোর্শেদ (নিউ নেশন), কার্যনির্বাহী সদস্য পদে মোঃ কামরুজ্জামন বাচ্চু (জনকন্ঠ), এবিএম মিজানুর রহমান (প্রথমআলো), কামরুলহাসান (যায়যায় দিন)। প্রেসক্লাবের মোট ভোটার ছিলেন ৪৪ জন সদস্য। সকাল ৯টা থেে ভোট শুরু হয়ে দুপুর ১টায় শেষ হলে ভোট গণনার পর বাউফল প্রেস ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রতীক কুমার কুন্ড ুনির্বাচনী ফলাফল ঘোষণা করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin