ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ ইন্দুরকানীতে বকুল মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়গনষ্টিক এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার সরকারি ইন্দুরকানী ডিগ্রি কলেজের সামনে প্রতিষ্ঠিত ক্লিনিকটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক শিক্ষা কর্মকর্তা মাওলানা আঃ মান্নান হাওলাদার। এসময় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা ক্লিনিক এন্ড ডায়গনষ্টিক এসোসিয়েশনের সভাপতি ডাঃ মিজানুর রহমান (বাদল), ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ নূর উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ আহম্মেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিলন মিত্র। বকুল মেমোরিয়াল ক্লিনিকের পরিচালক মোঃ কামাল হোসেন বলেন, উপজেলাবাসীকে আধুনিক মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করাই আমাদের লক্ষ্য। তাই এ ক্লিনিকটিকে এগিয়ে নিতে সকলের সহযোগীতা কামনা করছি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin