প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ২:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৫:৩১ পি.এম
হাজারীবাগ এবং ঢাকা উদ্যান এলাকায় সেনা অভিযানে গ্রেফতার ১২
গতকাল ০৭ জানুয়ারি ২০২৫ তারিখে ছিনতাই ও ডাকাতির ক্রমবর্ধমান অভিযোগের ভিত্তিতে হাজারীবাগ (গাবতলী-সদরঘাট রোড) এবং মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, গ্রেফতারকৃতদের অধিকাংশই ইতিপূর্বে হত্যা ও অস্ত্র মামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তালিকাভুক্ত আসামি। গ্রেফতারকৃতদের নিকট হতে দেশীয় তৈরি ধারালো অস্ত্র, চাপাতি, বিভিন্ন সময়ে ছিনতাইকৃত মোবাইল ফোন, এটিএম কার্ড ও অবৈধ নগদ অর্থ উদ্ধার করা হয়। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের হাজারীবাগ ও মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin