হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুরের ফরিদপুর একতা তরুণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৪ টায় ফরিদপুর ফুলতলা মোড়ে ক্লিনিক চত্বরে ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ মহা বিদ্যালয়ের অধ্যাপক (অবঃ) আজিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা জামাতের যুব বিভাগের সেক্রেটারি জামাল ফারুক, চৌমুহনী মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মিজানুর রহমান, ইউপি সদস্য শেখ জাহিদ আলম, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারী শরীফুল ইসলাম, একতা তরুণ ব্লাড ফাউন্ডেশনের পরিচালক হাবিবুর রহমান, সভাপতি জিএম রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, জিএম সোহরাব হোসেন, জামায়াতের ইউনিয়ন সেক্রেটারী আব্দুল হান্নান, কালিগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, ডাঃ সাহাবুদ্দীন আহমেদ, ইমরান হোসেন, জাহিদুল ইসলাম, নয়ন প্রমুখ। এসময়ে বিষ্ণুপুর ইউনিয়নের হতদরিদ্র পরিবারের চল্লিশ জনের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ ফাউন্ডেশনের উদ্যোগে ইতিপূর্বেই ফ্রি রক্তদান, মেধাবী দুস্ত শিক্ষার্থীদের মাঝে বই, খাতা ও অর্থ প্রদানসহ বিভিন্ন সামাজিক এবং মানবিক কার্যক্রম চালিয়ে আসছে বলে জানাগেছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin