বৃটেনের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। গত ৮ই জানুয়ারি গত বুধবার (৮ জানুয়ারি) দুপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়েছে। চলছে পরীক্ষা ও পর্যবেক্ষণ। চিকিৎসার দ্বিতীয় দিনের আপডেট জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হুসেন। গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, ক্লিনিকে ভালোই আছেন বেগম জিয়া। তবে হঠাৎ করে ভিন্ন আবহাওয়ায় নিজেকে খাপ খাইয়ে নিতে একটু সমস্যা হচ্ছে। দ্বিতীয় দিন দিনভর চলে বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা। একাধিকবার চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করেছেন। কার্ডিওলজি বিশেষজ্ঞসহ অন্যান্য বিশেষজ্ঞরা বেগম জিয়াকে পর্যবেক্ষণ করেছেন। যেহেতু গত কয়েকদিন একটু গ্যাপ ছিলো ডাক্তাররা সেটি পূর্ণ করছেন। আরো প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষাসহ নিবিড় পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। প্রাথমিক সকল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেডিকেল বোর্ড ও বাংলাদেশ থেকে আসা ডাক্তারদের যৌথ পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin