ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে চুরি। প্রায় দিনই ঘটছে দোকান, গরু ও প্রতিষ্ঠানে চুরির ঘটনা। জানা যায়, সোমবার রাতে উপজেলার চন্ডিপুর এলাকার দিনমজুর আঃ রহিম শেখের ৪টি ও চরবলেশ^র গ্রামের রুহুল আমিন শেখের ২টি গরু নিয়ে গেছে চোরাই চক্র। এর আগে গত ৭ জানুয়ারী ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে, একটি মাদ্রাসা ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। এক্ষেত্রে বেশিরভাগ বাড়িতে সিধকেটে ও চেতনানাশক স্প্রে প্রয়োগ করে উপজেলার বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটেছে। এছাড়া ব্যাটারি চালিত ইজিবাইক, রিক্সা, ভ্যান চুরি হয়েছে কয়েকটি। গত ২ মাসে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক হারে চুরির উপদ্রব বৃদ্ধি পেয়েছে।
দিনমজুর আঃ রহিম জানান, আমি একজন দিনমজুর গরীব মানুষ। ধারদেনা করে গরু কিনে লালন-পালন করছিলাম। গরুগুলো আগামী কোরবানীর ঈদে বিক্রি করার কথা ছিল। কিন্তু চোরেরা আমার সব শেষ করে দিয়েছে।
এবিষয় ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসেন জানান, চন্ডিপুর এলাকায় ৬টি গরু চুরির ঘটনায় এসআই প্রশান্তকে ওই এলাকার সিসিটিভি ফুটেজগুলো সংগ্রহ করার দায়িত্ব দেয়া হয়েছে। গরু উদ্ধার ও চোরাই চক্রকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin