কুলাউড়া,মৌলভীবাজার প্রতিনিধি।।মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় দেবর মঞ্জু মিয়া (৪৫) হাতে ভাবি কারিমা বেগম (৩০) খু*ন হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় পাত্রখোলা চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে। কারিমা বেগম পাত্রখোলা চা বাগান এলাকার মর্তু মিয়ার স্ত্রী। মঞ্জু মিয়া কোনাগাঁও গ্রামের মৃ-ত রইছ মিয়ারর ছেলে। জানাযায়, পারিবারিক কলয়ের জের ধরে দেবর মঞ্জুমিয়া দেশীয় অস্ত্র চাকুদিয়া বুকে আঘাত করিলে ভাবে করিমা বেগম গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃ-ত ঘোষণা করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin