রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত Mr.Alesander Khozin খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে মন্ত্রণালয়ের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। খাদ্য উপদেষ্টা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে তাঁর সফলতা কামনা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি রাশিয়া থেকে গম আমদানির বিষয়ে আলোচনা হয়। সাক্ষাতকালে খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসান,কাউন্সিলর Mr.Vladimir Mochalov, রাশিয়া - বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির প্রেসিডেন্ট মি: মীয়া সাত্তারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin