ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে র্যালী অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার চন্ডিপুর বাজারে প্রধান সড়কে এ র্যালী অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে র্যালীটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কৃষ্ণচূড়া মোড়ে এসে শেষ হয়। র্যালীতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উপজেলা সভাপতি এম আহসানুর ছগির, সাধারণ সম্পাদক খান মোঃ নাসির উদ্দিন, কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার রায়, আজিজিয়া দাখিল মদ্রাসার সুপার মাওলানা সরোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন এবং শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin