বিসিবিতে ইশরাককে কাউন্সিলর করতে ব্রাদার্সের আবেদন দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়নের বর্তমান আহ্বায়ক ইশরাক হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাউন্সিলর হিসেবে ইশরাকের জন্য আবেদন করেছে ব্রাদার্স ইউনিয়ন। ১৩ জানুয়ারি ব্রাদার্সের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ আরেফ বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বরাবর একটি চিঠি দেন। বিসিবিতে ব্রাদার্স ইউনিয়নের বর্তমান কাউন্সিলর দলটির ক্রিকেট ম্যানেজার আমিন খান। ৫ জানুয়ারি তিনি বিসিবিতে ব্রাদার্সের কাউন্সিলর থেকে পদত্যাগ করে বিসিবিতে চিঠি দেন৷ এরপরই ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইশরাক হোসেন কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্তির অনুরোধ জানিয়ে বিসিবিকে চিঠি দেয় ব্রাদার্স
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin