অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে তরুণ লেখিকা তামান্না ইসনাইন-এর নতুন বই ‘অবশেষে এলে তুমি’। বইটি প্রকাশ করছে নব সাহিত্য প্রকাশনী। প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসেন। ‘অবশেষে এলে তুমি’ লেখিকার প্রথম একক আত্মজীবনীমূলক গ্রন্থ। বইটি লেখিকার নিজ জীবনের এক অপূর্ব প্রেমকাহিনী ও মাতৃত্বের জন্য যে আত্মত্যাগ তা লেখিকার কলমের ছোঁয়ায় সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এটি লেখিকার নিজের জীবনের গল্প হলেও অনেক পাঠকের মনে দাগ কাটতে সক্ষম হবে। প্রকাশক জানান, ‘অবশেষে এলে তুমি’ বইটি মেলায় নব সাহিত্য প্রকাশনীর ৭৪৩, ৭৪৪ নম্বর স্টলে পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ মূল্য ২০০ টাকা। স্টলের পাশাপাশি বইটি রকমারি ডট কমে পাওয়া যাবে। এছাড়াও লেখিকার নির্বাচিত পঞ্চাশ কবির কবিতা, অশ্রু জলে লেখা কবিতা, তরুণ কবিদের সমাহার নামক তিনটি যৌথ কাব্যগ্রন্থ রয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin