প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৫:০০ পি.এম
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মশিউর রহমান ও ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা আল্লামা ইকবাল গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মশিউর রহমান (৩৩) ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ আল্লামা ইকবাল(৩৫) কে গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ।
নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) রাত ১০:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থানাধীন ইস্টান প্লাস শপিং মলের পিছনে পল্টন থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে আল্লামা ইকবালকে গ্রেফতার করা হয়। আর বুধবার (২২ জানুয়ারি ২০২৫ খ্রি.) বিকেল ৫:৩০ ঘটিকায় নিউমার্কেট থানাধীন আল্পনা প্লাজা মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে মশিউর রহমানকে গ্রেফতার করা হয়।
থানা সূত্র জানায়, গ্রেফতারকৃত মশিউর রহমান বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় শাহবাগ থানায় রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামি। এছাড়াও তার বিরুদ্ধে নিউমার্কেট থানা ও চকবাজার থানায় গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
নিউমার্কেট থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত আল্লামা ইকবাল গত জুলাই-আগস্টে নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গত ২৫ নভেম্বর ২০২৪ তারিখে রুজুকৃত একটি মামলার সন্দিগ্ধ আসামি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin