প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ১:৪৯ পি.এম
কিডনি রোগে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী, মানবিক সাহায্যের আবেদন

শামীমা রহমান, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেধাবী শিক্ষার্থী উত্তম কুমার রায়। অনেক স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে। কিন্তু তার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ালো এক দুরারোগ্য মরণব্যাধি। ক্রোনিক কিডনি ডিজিজে (CKD) আক্রান্ত হয়েছেন তিনি।তার দুটো কিডনি বিকল হয়ে গেছে।
উত্তম ইবির হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এমতাবস্থায় তার কিডনি ট্রান্সপ্লান্ট করা দরকার। এজন্য প্রয়োজন ৩০ লক্ষাধিক টাকার,যা তার পরিবারের একার পক্ষে বহন করা সম্ভব নয়।সকলের মানবিক সহযোগিতা-ই পারে তাকে আবার সুস্থ্য জীবনে ফিরিয়ে দিতে।
সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ/নগদ/রকেট/উপায়
০১৭৮১০৫৩৩৯৮ (উত্তম)
০১৫৬৮৭৭৪৮২৬ (উত্তমের বাবা)
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর:2050 133 67 00391505
অ্যাকাউন্ট টাইটেল: উত্তম কুমার রায়
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
কুষ্টিয়া ব্রাঞ্চ
রাউটিং নম্বর:125500948
সুইফট কোড:IBBLBDDH133
ব্রাঞ্চ কোড:133
শামীমা রহমান
ইসলামী বিশ্ববিদ্যালয়
০১৭১০৬১২১১০
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin