প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৫, ৫:২৭ এ.এম
পিরোজপুরের নেছারাবাদে জুলাই বিপ্লবে আহত ইমাম হোসেনকে জেলা প্রশাসকের পক্ষ থেকে কর্মসংস্থানের ব্যবস্থা

পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইমাম হোসেন, পিতা-মৃত মোঃ আফসার উদ্দিন, সাং- মাহমুদকাঠি, থানা: নেছারাবাদ, জেলা: পিরোজপুর কে জুলাই বিপ্লবে আহত হওয়ায় কর্মসংস্থানের জন্য মালামাল সহ দোকানের ব্যবস্থা করে দেন মাননীয় জেলা প্রশাসক পিরোজপুর মহোদয় জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান।
পরবর্তীতে, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ জেলা প্রশাসকের পক্ষ থেকে মুদি মনোহরি দোকানের মালামাল সহ দোকানের চাবি মোঃ ইমাম হোসেনের নিকট হস্তান্তর করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার শাহবাগে ১১ই জুলাই পুলিশের লাঠিচার্জে আহত হন। এ সময় তার বাঁ হাত ভেঙে যায়। পরবর্তীতে পিরোজপুর জেলা প্রশাসকের কাছে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় জেলা প্রশাসক তাকে একটি ঘরের ব্যবস্থা করে দেন। জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনে আহতদের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছেন এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের নির্দেশে নেছারাবাদ উপজেলায় কর্মসংস্থানের জন্য ইমাম হোসেনকে কিছু মালামাল দিয়ে দোকানটির ব্যবস্থা করে দেয়া হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin