রাইসুল ইসলাম নয়ন।।সৌদি আরবের রিয়েল এস্টেট খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ঘটেছে, যা দেশটির নতুন নিয়ন্ত্রক কাঠামোর প্রভাবকে স্পষ্টভাবে তুলে ধরেছে। ২০২৪ সালে, মোট ১৯২টি প্রকল্পের লাইসেন্স অনুমোদন করা হয়েছে, যার মোট বিনিয়োগ মূল্য SR147 বিলিয়ন ($39 বিলিয়ন)। সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত চতুর্থ রিয়েল এস্টেট ফিউচার ফোরাম-এর উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি পৌর ও আবাসন মন্ত্রী মাজিদ আল-হোগাইল এই তথ্য প্রকাশ করেন। তিনি জানান, "জেনারেল অথরিটি ফর রিয়েল এস্টেট"-এর বিভিন্ন উদ্যোগ বাজারের স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং নতুন নির্মাণ প্রকল্পের পরিকল্পনা ও উন্নয়নকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে। মন্ত্রী মাজিদ আল-হোগাইল বলেন, "আমাদের লক্ষ্য হচ্ছে সৌদি আরবের রিয়েল এস্টেট খাতে আধুনিক প্রযুক্তি ও নীতি বাস্তবায়নের মাধ্যমে বাজারকে আরও গতিশীল ও স্থিতিশীল করা। এটি শুধু স্থানীয় নয়, বরং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্যও বড় সুযোগ তৈরি করবে।" সৌদি সরকার Vision 2030-এর অংশ হিসেবে রিয়েল এস্টেট খাতকে একটি প্রধান অর্থনৈতিক স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। নতুন আইন ও নীতির মাধ্যমে, দেশটির আবাসন ও বাণিজ্যিক সম্পত্তি খাতে নতুন বিনিয়োগের প্রবাহ বাড়ানো হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ সৌদি আরবকে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রিয়েল এস্টেট হাব হিসেবে প্রতিষ্ঠিত করবে। পাশাপাশি, উন্নত অবকাঠামো ও স্বচ্ছ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা গেলে দেশটির আবাসন খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন ত্বরান্বিত হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin